Season-2 (স্বাধীনতা চিরঞ্জীব)

 Creative Challenge এ স্বাধীনতা দিবস উপলক্ষে  পুরো মার্চ  মাস জুড়ে শুরু হচ্ছে 

আরো একটি New Event

“স্বাধীনতা চিরঞ্জীব”

কুইজ প্রতিযোগিতায় Online এ Join হওয়ার পদ্ধতি:

1. প্রথমে Zoom Apps এর Join a meeting এ ক্লিক করতে হবে।

2. আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে যে Zoom ID এবং Password পাঠানো হয়েছে ঐ  Zoom ID এবং Password দিয়ে শিক্ষার্থীর নাম দিয়ে জয়েন হতে হবে। 

3. অথবা SMS এ যে লিং পাঠানো হয়েছে ঐ লিং এ ক্লিক করে সরাসরি জয়েন হতে পারবেন।

বি:দ্র: যদি  কোন কারণে মোবাইলে SMS না পেয়ে থাকেন তাহলে নিচের এই ID, Password অথবা লিং এ ক্লিক করে Join হতে পারবেন। 

Zoom Join ID: 734 168 8119

Password:1234

Or Direct Join Link: 

https://us02web.zoom.us/j/7341688119?pwd=SG01dm9lcnJYVFJWMnR2QktEeXk2UT09

If you can't join plz call 01942093909





 এই পর্বে  বিভিন্ন প্রতিযোগিতায়   Online এ অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশের যে কোন স্কুলের 

(প্লে গ্রুপ থেকে ৮ম শ্রেণির)  শিক্ষার্থীরা।

সম্পূর্ণ ফ্রি রেজিষ্ট্রেশন করে জিতেনাও সার্টিফিকেট, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরষ্কার।


গ্রুপ: (শ্রেণি অনুযায়ী)

* Group-A (Play - KG)

* Group-B (Class One - Four)

* Group-C (Class Five - Eight) 

প্রতিযোগিতার বিষয়:

১। চিত্রাংকন প্রতিযোগিতা।

২। কবিতা আবৃতি প্রতিযোগিতা।

৩। সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতা। 

(*** সাধারণ জ্ঞান (কুইজ প্রতিযোগিতায় শুধু মাত্র Group-C এর ৫ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে।)


Online এ রেজিষ্ট্রেশন পদ্ধতি:

একজন শিক্ষার্থী  ইচ্ছা করলে  যে কোন ১টি, ২টি অথবা ৩ টি বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। সে ক্ষেত্রে  ফর্মে প্রতিযোগিতার বিষয় Select করতে হবে।

Online Registration Link:

Click here for Online Registration

পরবর্তিতে আপনাদের Mobile Number SMS এর মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য আলাদা  Student Index প্রদান করা হবে। পরীক্ষার সময় এই Index ID ব্যবহার করে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে।  

প্রতিযোগিতার তারিখ ও সময়: Mobile SMS, আমাদের Website, Facebook Page, এবং YouTube এর মাধ্যমে জানানো হেব। তাই অনুগ্রহ করে আমাদের  Facebook Page টি Like করে রাখুন  এবং YouTube Channel টি Subscribe করে রাখুন। আমাদের পরবর্তী সকল  Update তথ্য  আমাদের Website, Facebook এবং YouTube এর মাধ্যমে সহজে পেয়ে যাবেন। 

Facebook Page এ Like দিতে এখানে ক্লিক করুন: Creative Challenge Facebook Page  

YouTube এ Subscribe করতে এখানে ক্লিক করুন: Creative Challenge YouTube Channel

জরুরী প্রয়োজনে সরাসরি কল করুন: 01942093909


প্রতিযোগিতায় অংগ্রহণের  নিময়:

১। চিত্রাংকন প্রতিযোগিতার নিয়মাবলি:

* Group-A (Play - KG)---( বিষয়:  যেমন খুশি)

* Group-B (Class One - Four)---( বিষয়:  স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট) 

* Group-C (Class Five - Eight)----( বিষয়:  স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট)

চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম: Drawing Submit করার Facebook Group Link: https://www.facebook.com/groups/64402... চিত্রাংকন পরীক্ষার তারিখ ও সময়: তারিখ: 19/03/22, শনিবার Group-A (2:00 PM - 4:00 PM) Group-B (4:00 PM - 6:00 PM) Group-C (7:00 PM - 9:00 PM) **** Zoom Apps এ Join হয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। পরীক্ষার শুরুর পূবে SMS এ আপনাদের Zoom Apps এর Join ID এবং ID Password পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে Submit করতে হেব। Video তে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাইবে। ধন্যবাদ।  

পরীক্ষার ফলাফল দেখতে চোখ রাখুন ২৬ মার্চ Facebook Live এ রাত ৮:৩০ ঘটিকায় Creative Challenge এর Page থেকে 



চিত্রাংকন প্রতিযোগিতায় অশংগ্রহণের নিময়: 

রেজিষ্ট্রেশনের পর আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে অথবা আমাদের Facebook Page থেকে গ্রুপ অনুযায়ী প্রতিযোগিতার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। 

আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে  Zoom Apps এর  Video Class এ বাসায় বসেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। 

যথা সময়ে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে এবং আমাদের Facebook Page এ join Link প্রদান করা হবে। 

*** join করার সময় অবশ্যই প্রতিযোগির নাম এবং আমাদের দেওয়া Index ID লিখে Join করতে হবে।

**** আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপে অবশ্যই Zoom Apps Install করে রাখতে হবে। 

****প্রতিযোগিতার সময় ২:০০ ঘণ্টা, প্রতিযোগিতা চলাকালীন সময় অবশ্যই ভিডিও অন রাখতে হবে, ভিডিও বন্ধ করে রাখলে তাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে।

চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল প্রদান করা হবে ২৬ মার্চ রাত ৮:৩০ ঘটিকায় Facebook Live এ Creative Challenge এর Page থেকে Virtual Gallery তে প্রদর্শন করা হবে।

 

২। কবিতা আবৃতি প্রতিযোগিতার নিয়মাবলি:

* Group-A, * Group-B , * Group-C  সবাই কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।বিষয়:   প্রতিযোগির যেমন খুশি

কবিতা আবৃতি প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম: কবিতা আবৃতি Submit করার Facebook Group Link: https://www.facebook.com/groups/68099... কবিতা আবৃতি জমা দেওয়ার শেষ তারিখ 20/03/22, রবিবার প্রথমে মোবাইলে নিজের কবিতার Video করে ইপরের গ্রুপে Submit করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে Submit করতে হেব। Video তে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাইবে। ধন্যবাদ। পরীক্ষার ফলাফল দেখতে চোখ রাখুন ২৬ মার্চ Facebook Live এ রাত ৮:৩০ ঘটিকায় Creative Challenge এর Page থেকে


** কবিতা আবৃতি প্রতিযোগিতায় অশংগ্রহণের নিময়: 

*** প্রথমে  প্রতিযোগির কবিতাটি সুন্দর করে ভিডিও করতে হবে। 

*** আমাদের কবিতা প্রতিযোগিতার নির্ধারিত Facebook Group (Creative Challenge Recitation of Poem) এ Join হতে হবে।

*** আমাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগির ধারণকরা ভিডিওটি আমাদের Creative Challenge Recitation of Poem  এই Facebook Group প্রতিযোগির নাম,  Index ID, গ্রুপ, শ্রেণি এবং স্কুলের নাম লিখে Post করতে হবে। 

কবিতা আবৃতি প্রতিযোগিতার ফলাফল প্রদান করা হবে ২৬ মার্চ রাত ৮:৩০ ঘটিকায় Facebook Live এ Creative Challenge এর Page থেকে। 


৩। সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতার নিয়মাবলি:

*** সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতায়  শুধুমাত্র  * Group-C (Class Five - Eight) এর শিক্ষার্থীরাই অংশগ্রহণ করতে পারবে।

 * রেজিষ্ট্রেশনের পর আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে অথবা আমাদের Facebook Page থেকে গ্রুপ অনুযায়ী প্রতিযোগিতার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। 

* আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে  Zoom Apps  এর  Video Class এ বাসায় বসেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। 

* যথা সময়ে আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে এবং আমাদের Facebook Page এ join Link প্রদান করা হবে। 

* যথা সময়ে Online Quiz Question এর Link প্রদান করা হবে। 

* নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করে Submit করতে হবে।  সময় শেষ হয়ে গেলে পরীক্ষা দেওয়ার আর কোন সুযোগ থাকবে না। 

সাধারণ জ্ঞান (কুইজ) প্রতিযোগিতার ফলাফল প্রদান করা হবে ২৬ মার্চ রাত ৮:৩০ ঘটিকায় Facebook Live এ Creative Challenge এর Page থেকে।


সাধারণ জ্ঞান (Quiz) প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম: সাধারণ জ্ঞান (Quiz) প্রতিযোগিতার তারিখ ও সময়: তারিখ: 20/03/22, রবিবার, সময়: রাত: ৮:০০ ঘটিকা। প্রশ্নর ধরণ: MCQ, Total Marks: 50, Time: 1:00 Hour **** Zoom Apps এ Join হয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। পরীক্ষার শুরুর পূবে SMS এ আপনাদের Zoom Apps এর Join ID এবং ID Password পাঠানো হবে। Zoom এ Join করার পর Online Question এর link প্রদান করা হবে। ১ ঘণ্টার মধ্যে পরীক্ষা শেষ করে Submit করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে Submit করতে না পারলে Submit Option Off হয়ে যাবে।  

পরীক্ষার ফলাফল দেখতে চোখ রাখুন ২৬ মার্চ Facebook Live এ রাত ৮:৩০ ঘটিকায় Creative Challenge এর Page থেকে


 

*** সনদ পত্র ও পুরষ্কার প্রদান:

২৬ মার্চ  Facebook Live এ   ফলাফল প্রকাশ করার পর  বিজয়ীদের সনদ ও পুরষ্কার পৌছে দেওয়া হবে তাদের নির্ধারিত ঠিকানায়। (Creative Challenge এর Team বিজয়ী   শিক্ষর্থীদের সাথে যোগাযোগ করবেন)  



 

0 Comments

Math Olympiad

  Creative Challenge  এর  Math Olympiad  প্রোগ্রামটি পরিচালনা করছেন এইমস্ ডিজিটাল স্কুল এর  গণিত বিভাগের  প্রধান  দুইজন সম্মানিত  শিক্ষক  জনাব আব্দুল কাদের জিলানী এবং জনাব শামীম আলম   Creative Challenge Math Olympiad এ কিভাবে অংশগ্রহণ করবেন? কিস্তারিত জানতে ভিজিট করুন Math Olympiad এর এই Website এ- Website Lin: Creative Challenge Math Olympiad   ১। কারা অংশগ্রহণ করতে পারবে? # বাংলাদেশের যে কোন স্কুলের শুধুমাত্র ৫ম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ২। রেজিষ্ট্রেশন করব কিভাবে? # রেজিষ্ট্রেশনের জন্য আমাদের নির্ধারিত ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। (শর্ত প্রযোজ্য)* অথবা সরাসরি রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন: Online Registration । রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে মোবাইলে SMS এর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের সকল তথ্য পেয়ে যাবেন। ৩। পরীক্ষায় মোট কয়টি রাউন্ড ও অংশগ্রহণের পদ্ধতি কি? # পরীক্ষা মোট ২টি রাউন্ডে অনুষ্ঠিত হবে। ১ম রাউন্ড Online-এ এবং ২য় বা ফাইনাল রাউন্ড সরাসরি ঢাকায় অনুষ্ঠিত হবে। ৪। পরীক্ষার বিষয় ও সিলেবাস কি থাকবে? # পরীক্ষার বিষয়: গণিত (নিম্নের সূচিপত্রের উপর পরীক্ষা অনুষ